Header Ads Widget

Responsive Advertisement

মুসকান }}}}} Muskan' The Name of Power & Inspiration #Muskan #Hijab





ভারতের কর্ণাটকের কলেজছাত্রী মুসকান হিন্দু জঙ্গীদের ভয় না পেয়ে মুখের উপর আল্লাহু আকবার বলে প্রতিবাদ করেছে। এটা আমাদের বহু মানুষকে আনন্দিত করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে।

মুসকানকে সাহায্য করতে এগিয়ে এসেছে তার শিক্ষকরা, এরপর তার পক্ষে সরব হয়েছে মানবাধিকার কর্মী, গনমাধ্যম ও সাধারণ মানুষরা। এদের অনেকেই হিন্দু ধর্মের মানুষ, কিন্তু মুসকানের ঘটনাটি তারা ধর্মের ভিত্তিতে না দেখে, মানবিকতা ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দেখেছে।

ভবিষ্যতে আমাদের দেশে কখনো সংখ্যালঘু ধর্মের কেউ আক্রান্ত হলে আমার যেন এভাবেই বিষয়টা দেখি, তার পাশে গিয়ে দাড়াই।

মুসকান পরে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাকে উত্তক্তকারীদের কোন শাস্তি দাবী করেনি। শুধু তাদের এগুলো আর না করার আহবান জানিয়েছে। এই মহানুভবতা তাকে উত্যক্তকারীদের চেয়ে অনেক উপরে আসন দিয়েছে।

হিজাব পড়া সংক্রান্ত তার বক্তব্য আর অবস্থানকে মানুষ অনেক বেশী সহনশীলভাবে দেখছে। আমাদের নিজেদেরও অনেক কিছু শেখার আছে তরুন বয়সী এই মেয়েটির মানবিকতা থেকে।
মুসকানদের জয় হোক।

আল্লাহু আকবার।

(লেখাটি অধ্যাপক আসিফ নজরুলের ফেসবুক থেকে নেয়া)

Post a Comment

0 Comments