পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহে বাঁধা দেওয়ায় এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের ৩ নেতার বিরুদ্ধে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সফুরা বেগম মহিলা কলেজে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, অভিযোগকারী সফুরা বেগম মহিলা কলেজের জীব বিজ্ঞান বিভাগের একজন নারী শিক্ষক। শনিবার দুপুরে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলার সময় গোসাইরহাট শামছুর রহমান সরকারি কলেজের ৩ ছাত্রলীগ নেতা নকল সরবরাহের উদ্দেশ্যে পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষে প্রবেশ করেন। বাধা দেওয়া হলে তারা ওই শিক্ষককে মারধর করে।
এ বিষয়ে ওসি মাহাবুব আলম বলেন, 'শনিবার দুপুর দেড়টার দিকে শামছুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মাহাবুব তালুকদার, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ ও পৌরসভা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাতুল নকল সরবরাহ করতে পরীক্ষার হলে প্রবেশ করে। ওই শিক্ষক তখন তাদের বাঁধা দেন। এক পর্যায়ে তারা ওই শিক্ষককে চড়-থাপ্পড় মেরে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্য শিক্ষকরা তখন তাকে উদ্ধার করেন।'
তিনি আরও বলেন, 'শিক্ষককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ৮টার দিকে পুলিশ গোসাইরহাট শামছুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মাহাবুব তালুকদারকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
জানতে চাইলে অভিযোগকারী ওই শিক্ষক বলেন, 'পরীক্ষা চলার সময় ৫-৬ জন তরুণ নকল সরবরাহ করার জন্য কক্ষে প্রবেশ করে। আমি তাদের প্রবেশে বাঁধা দিলে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমাকে চড়-থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অন্য শিক্ষকরা এসে আমাকে উদ্ধার করেন। যারা আমাকে মারধর করেছে পরে জানতে পারি তারা সবাই স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মী।'
এ বিষয়ে লিখিতভাবে থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পর থেকে মাছুম বিল্লাহ ও আতিকুর রহমান পলাতক রয়েছে। মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
0 Comments