Header Ads Widget

Responsive Advertisement

বর্তমান বিশ্বের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর দশজনঃ যাদের নিয়ন্ত্রণে বিশ্ব

বর্তমান বিশ্বের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর দশজনঃ যাদের নিয়ন্ত্রণে বিশ্ব


এই বিশ্বে এখন প্রায় ৭৪০ কোটি মানুষের বাস। পৃথিবীতে ধনী,গরীব, মধ্য-বিত্ত, ক্ষমতাসীন সব ধরনের মানুষ এর বসবাস। এর মধ্যে কিছু ব্যক্তি আছেন যারা তাদের কাজ এবং ক্ষমতার মধ্য দিয়ে পৃথিবীতে ইতিহাস গড়েছেন। এত মানুষের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান ১০ জন মানুষ। তাদেরকে পৃথিবীর মানুষ সব সময় স্মরণ করবে। এমন কিছু ব্যক্তির সম্পর্কে হয়তো আমরা অনেকেই অল্প-সল্প জানি। কিন্তু তারা কিভাবে ক্ষমতাবান হলেন তা আমরা অনেকেই হয়তো জানিনা। তাদের জীবন-সংগ্রাম, ক্ষমতাবান হবার পেছনের গল্পটা আমাদের জানা দরকার।পৃথিবীর ক্ষমতাবান ব্যক্তিগণদের দেখে বুঝা যাবেনা তারা এই ক্ষমতায় আসার আগে কতটা সংগ্রাম করে বাধা পার করে এসেছেন। তাদের জীবনে অনেক দু:খ-কষ্ট, বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি বিশ্বের সবথেকে ক্ষমতাধর ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস। এই তালিকায় স্থান করে নিয়েছেন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ। ফোর্বস যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন প্রকাশনা সংস্থা। ২০০৯ সাল থেকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকার শীর্ষে আছে চীনের প্রেসিডেন্ট শী জিনপিং। দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে আছেন যথাক্রমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও বিশ্বের সবথেকে ক্ষমতাধর নারী হিসেবে তালিকার চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন জার্মানীর চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।

Post a Comment

0 Comments